একা বসে ভাবছ তুমি বদলে গেছে এই পৃথিবী নাকি সব আছে আগেরই মতো শুধু বদলে গিয়েছ তুমি বদলে গেছে কথারই বলন চলার ধরন, পথেরই চলন বদলে গেছে স্বপ্ন দেখা আমাদের চাওয়া-পাওয়া ♪ বদলে গেছে কাগজের জলছাপ বইয়ের পাতায় নিত্য ইতিহাস বদলে গেছে চুরির রকমফের মানুষের মাঝে প্রতিবাদের প্রকাশ ♪ বদলে গেছে শহরের আকাশ জুড়ে থাকা flyover, হাজারো তার বদলে গেছে দালান-কোঠা ইশকুলে বসে গাড়ি বেচার হাট বদলে গেছে রেইনবো'র গলি Cassette থেকে CD, এখন MP3 বদলে গেছে আমাদের underground বদলে গেছে পরিচিত গান ♪ বদলে গেছে কাদেরের চাপ ফুলার রোড আর নিত্য চায়ের স্বাদ বদলে গেছে শাহাবাগের আড্ডা বই না বেচে T-shirt এর দোকান ♪ বদলে গেছে রাস্তার lamp সাদা থেকে হলুদ সোডিয়াম বদলে গেছে নীতির সংজ্ঞা বদলে গেছে মানুষ বেচার দাম ♪ কিছুই থাকবে না আগের মতো এটাই শুধু বদলাবে না জেনো