Kishore Kumar Hits

Meghdol - Bonobibi lyrics

Artist: Meghdol

album: Bonobibi


বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল

ব্যাঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জানো
যদি হয় চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি
জৈষ্ঠতে তারা ফোটে
তবে জানবে বর্ষা বটে
গাছে গাছে আগুন জ্বলে
বৃষ্টি হবে খনায় বলে
ব্যাঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জানো
যদি হয় চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি
জৈষ্ঠতে তারা ফোটে
তবে জানবে বর্ষা বটে
গাছে গাছে আগুন জ্বলে
বৃষ্টি হবে খনায় বলে
বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল
তামাটে শরীর পোড়ে
কিষাণীর ঘামে ভেজা মুখ
লাল মেঘে বৃষ্টি ঝরে
আদিবাসী কোনো গ্রামে
তোমার কান্না, আমার কান্না
ঝিরিপথ হয়ে নামে
ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল, মিথ্যে বাঘের গল্প শোনাও
ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল, মিথ্যে বাঘের গল্প শোনাও আবার

সুবোধ ফলায় সুবাসের জমি
সাঁওতাল গ্রামের পাশে
নোঙর ফালাইলো মাঝি
সোজন বাইদার ঘাটে
বাঁশির সুর ভাইসা আইলো
দূরে সুলতানের গাঁ
মটর শাঁক পেচাইয়া ধরল
নববধুর পা
মটর শাক পেচাইয়া ধরল
নববধুর পা
আঁটি ধান শক্ত বাহু
আজগর হাটে আড়ে
জমিলা ঢেকিতে পার
মারে গানের তালে
হো-হো-হো
ও, হো-হো-হো
হো-হো-হো
ও, হো-হো-হো
হো-হো-হো
ও, হো-হো-হো
হো-হো-হো
ও, হো-হো-হো
পোকামাকড়ের কুহক বাজে সবুজ অন্ধকারে
ঘন জঙ্গলে ময়ূর নাচে আদিম তালে তালে
তোমার নিহত সুরের কসম গর্জে তীর ধনুকে
এই পৃথিবীর মরা ঘাসে তবু মুক্তির ফুল ফোটে
ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল, মিথ্যে বাঘের গল্প শোনাও
ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল, পৃথিবীর শেষ গানটা শোনাও
ও পাখি
ও রাখাল
বনবিবির পায়ে রে (ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান)
ফোটে বুনো রোদের ফুল (ও, ও, ও রাখাল, পৃথিবীর শেষ গানটা শোনাও)
ও, ও, ও পাখি, ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল, পৃথিবীর শেষ গানটা শোনাও

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists