শত ব্যথায় ঢাকা ক্ষত
অবিশ্বাস মোড়া নিশ্বাস যত
স্মৃতিগুলো সব মৃত্যুর মতো
ঘনিয়ে আসে
বিগত জীবনের মতো
♪
ভুলে গড়া ভুলের বহর
এড়াবে কে হেলায় প্রহর?
প্রেরণারা জীবনের ভিড়ে ক্ষয় হয়ে
হারানো তোমাকেই খুঁজে ফেরে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নীরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি-আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি
একাকী সয়ে যাওয়ার
এ ভয়ে কাটে সময়
হয়তো কোনোদিন আসবে
শিশির ভেজা ঘাসে
তোমার স্মৃতির ছায়ায়
আঁধার শহরের স্বপ্ন
আমাদের অভিমান ভোলায়
♪
রোদ ফিকে হয়ে যায়
মিথ্যে মনে হয় সব পারাপার
বোকা রাত জেগে রয়
ঠিক ভুল মনে হয় আবার
♪
স্মৃতি একা পড়ে রয়
মনের স্তব্ধতার এই আভায়
আলো জ্বলে নিভে যায়
বোকা সময় কোন ধাঁধায়
আজও হাটি সে পথে মানুষের ভীড়ে
তোমারই খোঁজে
বিষণ্ণ খাতায়
ছেঁড়া মলাটে মোড়ানো
ভালোবাসার ভাঁজে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নীরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি-আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
হেঁটে ফিরি কোন আশায়
শত স্মৃতির আবর্জনায়
অজানায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist