Kishore Kumar Hits

Artcell - Rupok lyrics

Artist: Artcell

album: Onnosomoy


মনের ভেতর যুদ্ধ চলে আমার সারাক্ষণ
নেশার মতো থমকে থাকে ক্লান্ত এ জীবন
ধ্বংস স্মৃতির পাড়ে বসে আমার আহ্বান
দুঃখ ভুলে নতুন করে লিখছি তোমার এ গান

মিছিল ভাঙা নির্জনতায় দাঁড়িয়ে একা
আলোর নিচের অন্ধকারে স্মৃতির দেখা
চার দেয়ালের শব্দগুলো এখন শুধুই ছাই
মেঘের ঢাকা শহরটাতে তুই কেবল নাই
মনের ভেতর ভাঙা-গড়ার আদিম আয়োজন
শূন্যতায় ডুবে থাকে আমার সারাক্ষণ
নিয়ম ভাঙার মগজ জুড়ে এখন শুধুই ছক
তেপান্তরের নির্বাসনে হারিয়ে গেছে রূপক

মনেই যুদ্ধ আমার, নিজের সাথে লড়ি
স্মৃতির দেয়াল ছুঁয়ে হাজার মূর্তি গড়ি
চোখের দেখায় যা দেখি আর হয়নি যা দেখা
অভিমানের নদীর তীরে দাঁড়িয়ে থাকি একা
মনের ভেতর ভাঙা-গড়ার আদিম আয়োজন
শূন্যতায় ডুবে থাকে আমার সারাক্ষণ
নিয়ম ভাঙার মগজ জুড়ে এখন শুধুই ছক
তেপান্তরের নির্বাসনে হারিয়ে গেছে রুপক

ভুল জন্মে কষ্ট আমার লেখার আপোষে
অদেখা এক স্বর্গ ভাসে অচেনা আকাশে
মনের ভেতর যুদ্ধ এখন আমার সারারাত
অন্ধকারের কোলাহলে ধরছি তোমারই হাত
একলা ভীষণ আমার ঘরে স্মৃতির হাহাকার
আলোয় চাইছি নিভিয়ে দেবো মলিন অন্ধকার
মনের ভেতর যুদ্ধ চলে আমার সারাক্ষণ
মহাকালে মিলিয়ে গেলি হঠাৎ কখন?
কখন?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists