অলস সময়ের পাড় ধরে হাটছি ঢেউ এসে পড়ে পৃথিবীর শব্দ ও নিরবতায় ভাঙে অন্ধকার আলো ছায়ায় মাখামাখি পৃথিবী স্বপ্নের পাড়ে একা একা হাটছি আলোর কার্নিশে জমে দিন রাতের নিশাচর নিঃশ্বাসে মেশে মদ আজো মাতাল আমি পথভ্রষ্ট কবি পৃথিবীর কোলাহলে একা একা হাটছি অসাড় কথার শেষে আরও কথা থাকে শব্দহীন অনুচ্চারে ঝড়ের হাওয়ায় ভেঙ্গে দেয় অন্ত্যমিল দুজনার মিথ্যে আবেগের পড়ে থাকে মৃত নদী জীবনের পাড় ধরে আজো একা হাটছি অলস সময়ের সৈকতে ঢেউ এসে পড়ে স্বপ্ন জুড়ে ভেঙ্গে দেয় ছায়ার মত তুমি অলস সময়ের সৈকতে ঢেউ এসে পড়ে স্বপ্ন জুড়ে ভেঙ্গে দেয় ছায়ার মত তুমি রোদের আকাশে ভেসে যায় মেঘের স্বপ্নপুরী পৃথিবীর কোলাহলে তুমি আমি হাটছি স্বপ্নের পাড়ে একা একা হাটছি পৃথিবীর কোলাহলে একা একা হাটছি জীবনের পাড় ধরে আজো একা হাটছি পৃথিবীর কোলাহলে তুমি আমি হাটছি