রাত ফুরোলেই স্বপ্নটা ভেঙ্গে যাবে। জানলার বাইরে এসে দাঁড়াবে ভোর। ভোরের বাতাসে মুছবে কি দুঃখ? কেউ বলে দেবে একা থাকার মানে? দূরন্ত বাতাসের ভেতর হাঁটছি আমি রোদে, কোথাও পাইনা খুঁজে পরিচিত কোনো মুখ। ক্লান্ত বিকেলে শুই ঘাসের ওপর, এখনই বৃষ্টি ঝরবে আকাশ থেকে। তারপর আবার দীর্ঘ নিঃসঙ্গ রাত। কেউ বলে দেবে একা থাকার মানে? দূরন্ত বাতাসের ভেতর হাঁটছি আমি রোদে, কোথাও পাইনা খুঁজে পরিচিত কোনো মুখ। আমার ভেতরে এক নিঃসঙ্গ মানুষ, নিঃশব্দে কেঁদে ওঠে বৃষ্টির রাত শেষে। দূরন্ত বাতাসের ভেতর হাঁটছি আমি রোদে, কোথাও পাইনা খুঁজে পরিচিত কোনো মুখ। আমার ভেতরে এক নিঃসঙ্গ মানুষ, নিঃশব্দে কেঁদে ওঠে বৃষ্টির রাত শেষে।