বিষন্নতার গল্পটা লিখেছে কারা? আমিতো এই গল্পটা শেষ করিনি পড়া ঘুমের আগেই সূর্যোদয় আর আমার এই, এই ক্ষয় আমার এই, এই ভয় একা একা এই সময় এই সময়ের ক্ষত আমার সঙ্গী হয়ে রয় শেষে কি ফিরে যাবে? জানি না জানতেও চাই না কারো তো ফেরার পথও থাকে না ঘুমের আগেই সূর্যোদয় আর আমার এই, এই ক্ষয় আমার এই, এই ভয় একা একা এই সময় এই সময়ের ক্ষত আমার সঙ্গী হয়ে রয় এতো রাতের এই সময় আমার সাথে আমার ভয় আর আমার এই, এই ক্ষয় আমার এই গান তোর মুখ অদৃশ্য এই অসুখ গল্পের শেষেও রয় শেষ রয়.