ছিনিয়ে আমার এই ক্ষুদ্র অধিকার নষ্ট সমাজের এই অপপ্রচার জিঘাংসার আলেয়ায় চাওয়া-পাওয়ারা খুঁজে ফেরে আমার বিলুপ্ত হাহাকার আমার অধিকার নিয়ে এখানে যুদ্ধের বাঁধ ভেঙে রচিত হবে আমার সংবিধান চেতনায় আমার এই পরজীবী রাগ অপেক্ষায় অসহায়, অচল, নিথর সময়ের সাথে যে তপ্ত উন্মাদনায় প্রতীয়মান জিঘাংসার মূর্ত অর্ক আমার অধিকার নিয়ে এখানে যুদ্ধের বাঁধ ভেঙে রচিত হবে আমার সংবিধান ♪ আমার দেহের প্রতিটি কোষের ভেতরে জ্বলে পুড়ছে অধিকার, প্রাণের অঙ্গার পরাশক্তির অপসৃষ্টির এই বাঁধ ভেঙে দেয় যে মুক্তির আশায় ♪ সকল চেতনার ছায়ার শরীরে বিবেকের আলোতে উজ্জ্বল প্রতীক প্রতীয়মান শক্তিমান দানব হায়না নিরঙ্কুশ দুর্নীতিতে বিবেক ক্ষয় না আমার অধিকার নিয়ে এখানে যুদ্ধের বাঁধ ভেঙে রচিত হবে আমার সংবিধান ♪ আমার দেহের প্রতিটি কোষের ভেতরে জ্বলে পুড়ছে অধিকার, প্রাণের অঙ্গার পরাশক্তির অপসৃষ্টির এই বাঁধ ভেঙে দেয় যে মুক্তির আশায় আমার দেহের প্রতিটি কোষের ভেতরে জ্বলে পুড়ছে অধিকার, প্রাণের অঙ্গার পরাশক্তির অপসৃষ্টির এই বাঁধ ভেঙে দেয় যে মুক্তির আশায় ♪ আমার দেহের প্রতিটি কোষের ভেতরে জ্বলে পুড়ছে অধিকার, প্রাণের অঙ্গার পরাশক্তির অপসৃষ্টির এই বাঁধ ভেঙে দেয় যে মুক্তির আশায় আমার দেহের প্রতিটি কোষের ভেতরে জ্বলে পুড়ছে অধিকার, প্রাণের অঙ্গার পরাশক্তির অপসৃষ্টির এই বাঁধ ভেঙে দেয় যে মুক্তির আশায়