আজ কালো কাক সব কালো মেঘ মেখে ভিজুক
স্বচ্ছ মরিচবাতিতে এই শহরটা সাজুক
তুমি জানালা খুলে মুখ ফিরিয়ে লাজুক
আমি এক কাপ কফি হাতে নিয়ে আজ ভাবুক
দ্যাখো আমার পানে চোখ চেয়ে হে মেঘ
তোমার সাথে আমার কতো মিল
আকাশ ছেড়ে মাটির কাছাকাছি
যেন একটু বেশি রঙিন
আমার জানালায় – সাদাকালো মেঘ উঁকি দিয়ে উড়ে যায়
তোমার এ শহর বৃষ্টিতে ভিজে জলরঙে মিশে
অলিগলি আর ফুটপাতে বসে বহুদিন জমা কষ্ট ঝড়িয়ে কাঁদুক।
আমার জানালায় – সাদাকালো মেঘ উঁকি দিয়ে উড়ে যায়
তোমার এ শহর বৃষ্টিতে ভিজে জলরঙে মিশে
অলিগলি আর ফুটপাতে বসে বহুদিন জমা কষ্ট ঝড়িয়ে কাঁদুক।
আজ ঐ আকাশে ছুটির ঘণ্টা বাজুক
আজ এই শহরে ছুটির ঘণ্টা বাজুক।।
আজ ঐ আকাশে ছুটির ঘণ্টা বাজুক
আজ এই শহরে ছুটির ঘণ্টা বাজুক।।
Music
তুমি হাত বাড়িয়ে শহরটাকে সান্ত্বনা দাওনি
তুমি কান পেতে কখনও তার কান্না শোনোনি
তুমি আকাশ পানে ডানা মেলে বৃষ্টি ছুঁয়েছ
তবু দেয়াল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু চেননি
আমার জানালায়- জলে ভেজা মেঘ গল্প শুনিয়ে যায়
তোমার এ শহর – কালো ধোঁয়া আর কালো মেঘে ঢাকা
পিচঢালা পথে কনক্রিটে মাখা বহুদিন জমা দুঃখ ঝড়িয়ে কাঁদুক।
আমার জানালায় – সাদাকালো মেঘ উঁকি দিয়ে উড়ে যায়
তোমার এ শহর বৃষ্টিতে ভিজে জলরঙে মিশে
অলিগলি আর ফুটপাতে বসে বহুদিন জমা কষ্ট ঝড়িয়ে কাঁদুক।
আজ ঐ আকাশে ছুটির ঘণ্টা বাজুক
আজ এই শহরে ছুটির ঘণ্টা বাজুক।।
স্বচ্ছ মরিচবাতিতে এই শহরটা সাজুক
তুমি জানালা খুলে মুখ ফিরিয়ে লাজুক
আমি এক কাপ কফি হাতে নিয়ে আজ ভাবুক
দ্যাখো আমার পানে চোখ চেয়ে হে মেঘ
তোমার সাথে আমার কতো মিল
আকাশ ছেড়ে মাটির কাছাকাছি
যেন একটু বেশি রঙিন
আমার জানালায় – সাদাকালো মেঘ উঁকি দিয়ে উড়ে যায়
তোমার এ শহর বৃষ্টিতে ভিজে জলরঙে মিশে
অলিগলি আর ফুটপাতে বসে বহুদিন জমা কষ্ট ঝড়িয়ে কাঁদুক।
আমার জানালায় – সাদাকালো মেঘ উঁকি দিয়ে উড়ে যায়
তোমার এ শহর বৃষ্টিতে ভিজে জলরঙে মিশে
অলিগলি আর ফুটপাতে বসে বহুদিন জমা কষ্ট ঝড়িয়ে কাঁদুক।
আজ ঐ আকাশে ছুটির ঘণ্টা বাজুক
আজ এই শহরে ছুটির ঘণ্টা বাজুক।।
আজ ঐ আকাশে ছুটির ঘণ্টা বাজুক
আজ এই শহরে ছুটির ঘণ্টা বাজুক।।
Music
তুমি হাত বাড়িয়ে শহরটাকে সান্ত্বনা দাওনি
তুমি কান পেতে কখনও তার কান্না শোনোনি
তুমি আকাশ পানে ডানা মেলে বৃষ্টি ছুঁয়েছ
তবু দেয়াল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু চেননি
আমার জানালায়- জলে ভেজা মেঘ গল্প শুনিয়ে যায়
তোমার এ শহর – কালো ধোঁয়া আর কালো মেঘে ঢাকা
পিচঢালা পথে কনক্রিটে মাখা বহুদিন জমা দুঃখ ঝড়িয়ে কাঁদুক।
আমার জানালায় – সাদাকালো মেঘ উঁকি দিয়ে উড়ে যায়
তোমার এ শহর বৃষ্টিতে ভিজে জলরঙে মিশে
অলিগলি আর ফুটপাতে বসে বহুদিন জমা কষ্ট ঝড়িয়ে কাঁদুক।
আজ ঐ আকাশে ছুটির ঘণ্টা বাজুক
আজ এই শহরে ছুটির ঘণ্টা বাজুক।।
Other albums by the artist
The Platform Live: Indalo (Season 1, Vol. 2)
2022 · album
The Platform Live: Artcell (Season 1, Vol.1)
2022 · album
Similar artists
Warfaze
Artist
AvoidRafa
Artist
Shonar Bangla Circus
Artist
Meghdol
Artist
Level Five
Artist
Popeye Bangladesh
Artist
Vibe
Artist
Aurthohin
Artist
Indalo
Artist
Smooches
Artist
Firoze Jong
Artist
Recall
Artist
Arekta Rock Band
Artist
Conclusion
Artist
Artcell
Artist
Nemesis
Artist
Arbovirus
Artist
Karnival
Artist
Aftermath
Artist
Kaaktaal
Artist