Owned - Shomorpon lyrics
Artist:
Owned
album: Eighteen
যাচ্ছে ক্ষণ
সময়েই সমর্পণ
সেই দ্বিধা ক্ষণ
পুড়েছে, মুছেছে, মিশেছে সব
উড়ছে মন
আমাদের আলাপন
(উদাসী মনে)
(হেসেছে, ভেসেছে সব)
♪
এই ঘোলাটে রাত
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
এই ঘোরে
♪
বাড়ছে ভ্ৰম
সময়ের আয়োজন
(মিলিয়ে যাচ্ছে সব)
উদ্ভ্রান্ত এ ক্ষণ
গড়েছে ক্ষীণ আড়ং
কমছে ক্ষণ
সময়ের আয়োজন
(মিলিয়ে যাচ্ছে সব)
(উদাসী মন)
(করবে ফিকে এ রঙ)
এই ঘোলাটে রাত
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
♪
এই ঘোলাটে রাত
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
ঘোলাটে রাত (ঘোলাটে রাত)
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ (ধোঁয়াটে চোখ)
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
ঘোলাটে রাত (ঘোলাটে রাত)
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
Поcмотреть все песни артиста
Other albums by the artist