অপেক্ষা শেষ এখনও পেরিয়ে এসে এতদূরে অস্পষ্ট রঙের ভয় ঝলসে উঠে তোমার শরীরে চিৎকার করে বলো তুমি তোমার মাঝে আসি ফিরে কখন হবে এই ক্ষনের শেষ অপরাধ নির্বোধ আলো আলোর নিস্বাশ ক্রমশে আবেগ হারায় তোমার ব্যর্থ চিৎকারে অন্ধকারের মাঝে অস্থীর সময় যখন বয়ে যায় আমি আসি ফিরে দুপাশের দেয়াল যখন সরে যাই চিৎকার করে বলো তুমি তোমার মাঝে আসি ফিরে কখন হবে এই ক্ষনের শেষ অপরাধ নির্বোধ আলো আলোর নিস্বাশ ক্রমশে আবেগ হারায় তোমার ব্যর্থ চিৎকারে বেলা শেষে ভেবে দেখো নিজের মাঝে কি পেয়েছো সবার মাঝে হারিয়েছো বেলা শেষে ভেবে দেখো নিজের মাঝে কি পেয়েছো সবার মাঝে হারিয়েছো