Bay of Bengal - Nirob Durvikkho lyrics
Artist:
Bay of Bengal
album: Nirob Durvikkho
ছায়ার আড়ালে অন্য ছায়া
দৃষ্টির আড়ালে মিলিয়ে যায়
সময় এখানে থমকে দাঁড়ায়
নিথর মানুষের ক্রন্দনে হায়
বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে
মৃত্যুর মিছিল আসছে ভেসে
কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে
একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো বুকে
ওপাশ মেতেছে অশ্লিল উৎসবে
আর কেউ ভুগছে নিরব দুর্ভিক্ষে
জীবন এখানে বড় তুচ্ছ
উড়ছে রঙ্গিন ডানায় দ্রব্যমূল্য
বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে
মৃত্যুর মিছিল আসছে ভেসে
কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে
একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো বুকে
ওপাশ মেতেছে অশ্লিল উৎসবে
আর কেউ ভুগছে নিরব দুর্ভিক্ষে
কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে
একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো বুকে
ওপাশ মেতেছে অশ্লিল উৎসবে
আর কেউ ভুগছে নিরব দুর্ভিক্ষে
Поcмотреть все песни артиста
Other albums by the artist