Kishore Kumar Hits

Bay of Bengal - Mrittur Vugol lyrics

Artist: Bay of Bengal

album: Nirob Durvikkho


প্রকান্ড উড়োজাহাজগুলো
পাড়ছে ডিম পরম আদরে
বসন্তের নতুন পাতাগুলো
পৃথিবী দেখবে কি করে?
সূর্যটা পুড়ে গেছে
কুয়াশায় ধূলো মেশা
ইউরেনিয়ামের প্রলেপে
মৃত্যুর ভূগোল...
বোমা ফাটবেই বোমার ভেতর
মানচিত্রের ভেতর ক্রোধ
মাংসের ভেতরে মাংস
সবুজ পাতাতে বোধ!
বোমা ফাটবেই বোমার ভেতর
মানচিত্রের ভেতর ক্রোধ
মাংসের ভেতরে মাংস
সবুজ পাতাতে বোধ!
ভূমি ভেসে যায় কালো স্রোতে
পাঁজর থেকে পাঁজরে
উষ্ণতাহীন নির্জনতায়
আঁধারের চাদর গ্রাস করে।
সূর্যটা পুড়ে গেছে
কুয়াশায় ধূলো মেশা
ইউরেনিয়ামের প্রলেপে
মৃত্যুর ভূগোল...
বোমা ফাটবেই বোমার ভেতর
মানচিত্রের ভেতর ক্রোধ
মাংসের ভেতরে মাংস
সবুজ পাতাতে বোধ!
বোমা ফাটবেই বোমার ভেতর
মানচিত্রের ভেতর ক্রোধ
মাংসের ভেতরে মাংস
সবুজ পাতাতে বোধ!
ধেয়ে আসে নগ্ন বৃক্ষটার চিৎকার
পৃথিবী সাজে লাল রঙে
অস্থিরমতি আলোকপতঙ্গ
শিকারে নামে উল্লাসে।
ওহ আর ভাল লাগেনা
সভ্যতার বুলি আওড়ানো
আমি আজীবন আমি ছিলাম
আমি আছি এবং আমিই থাকবো
আর কত বেরোবে রঙ বেরঙের পতাকা?
যে বোধের মূল্য নেই পৃথিবীতে সেই বোধের?
টুট!!!
সূর্যটা পুড়ে গেছে
কুয়াশায় ধূলো মেশা
ইউরেনিয়ামের প্রলেপে
মৃত্যুর ভূগোল...
বোমা ফাটবেই বোমার ভেতর
মানচিত্রের ভেতর ক্রোধ
মাংসের ভেতরে মাংস
সবুজ পাতাতে বোধ!
বোমা ফাটবেই বোমার ভেতর
মানচিত্রের ভেতর ক্রোধ
মাংসের ভেতরে মাংস
সবুজ পাতাতে বোধ!
বোওঅঅধ!!

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists