পাথরের বুকে ঘুম বারোমাসী জোয়ার ভাটায় বিবাগী পাশাপাশি কুশিয়ারা বালুচর যেন প্রেম বুকে পাতা পাতা নৌকা জোনাকী সুখে এই মায়া জল বাতাসে বুনো ভালোবাসা হয়ে থাকে জেগে পাখিরা সন্ধ্যার গানে ঢেউয়ে ঢেউয়ে চাঁদ হয় জীবনের ঘ্রাণে আমি নদী আমি গান কুশিয়ারার সন্তান কুশিয়ারা রূপে বয়ে যাই আমি অরন্য অদ্ভূত পাগলামি সুদীর্ঘ হোক তাঁর বেঁচে থাকা হৃদয় হোক আলোমাখা