বিছানায় শুয়ে দেখি আমি আলো আধারির খেলা চারিপাশে নিস্তব্ধ গোধুলিতে রাখাল ছেলের বাঁশি বেজে ওঠে এই সুন্দর পৃথিবীকে চোখ দিয়ে দেখব না আর মিশে যাব মাটির সাথে থাকবে না কিছুই আমার নীল আকাশে মাটির সাথে মিশে রব মাটির সাথে মিশে রব মনে পরে সেই দিনগুলো আমার স্বপ্নে ঘেরা শৈশবকে বন্ধুরাই যখন ছিল সব সারাদিন কাটত একসাথে জীবনের এই শেষবেলায় ওরা কেনো এসে ভিড় জমায় ভুলে থাকা সব ছবিগুলো ভেসে ওঠে স্মৃতির পাতায় শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে দেশের ডাকে সারা দিয়ে সবাই মিলে গেলাম যুদ্ধেতে ফিরে এলাম শুধু আমি ওরা গেল শহীদ হয়ে জীবনের এই শেষবেলায় ওরা কেনো এসে ভিড় জমায় ভুলে থাকা সব ছবিগুলো ভেসে ওঠে স্মৃতির পাতায় শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে শেষ ট্রেন বাঁশি বাজায় সময় হলো বলে যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে