মনের ভাঙা আয়নায় আমার স্মৃতি চারণ নিষিদ্ধ সেইসব স্মৃতি গুলোতেই কেন বিচরণ? বাকরুদ্ধ অবাক কন্ঠে না করি বারণ নিরলিপ্ত মস্তিষ্কে হয় না কোনো শিহরণ স্পর্শ গুলো যেন ক্ষীণ হয়ে যায় অনুভবের মুহুর্ত গুলো আজ শেষ প্রায় মাঝরাতের শুন্যস্থানে আমি যেন বন্দি ঘরে চেয়ে দেখি রক্ত চোখে নিজের ঐ দৈত্যটাকে ♪ অতঃপর যেন শুরু উপহাসের বিকিরণ ঠেকে যাওয়া দেয়ালেও যেন আশ্রয় নেয়া বারণ ধিক্কারের ভারেও যেন পরাজয়ের আচরণ আমি হয়ে ক্লান্ত আজ করি রক্ত ক্ষরণ স্পর্শ গুলো যেন ক্ষীণ হয়ে রয় অনুভবের মুহুর্ত গুলো ক্রমশ ক্ষয় মাঝরাতের শূন্যস্থানে আমি যেন বন্দি ঘরে চেয়ে দেখি রক্ত চোখে নিজের ঐ দৈত্যটাকে ♪ মুখোমুখি সময়ের সাথে একটু করে দূরে সরিয়ে হারাবার নেশায় মত্ত করে টেনে নেয় দৈত্যের প্রান্তরে পিছুটান আকড়ে ধরে আমায় কাপুরুষের উদ্দেশ্যকে ছুড়ে ফেলে ফিরি আমি বাস্তবে মাঝরাতের শূন্যস্থানে আমি যেন বন্দি ঘরে চেয়ে দেখি রক্ত চোখে নিজের ঐ দৈত্যটাকে