Kishore Kumar Hits

Minerva - Medley: Bangladesh / Sultana Bibiana / Ghumonto Shohore / Jala Jala / Oshamajik / Shurjo / Bhoboghure / Chile Kothar Shepai / Blues and Rod / Obocehton / Omanush / Mitther Agrashon / Dhuboshor lyrics

Artist: Minerva

album: Medley: Bangladesh / Sultana Bibiana / Ghumonto Shohore / Jala Jala / Oshamajik / Shurjo / Bhoboghure / Chile Kothar Shepai / Blues and Rod / Obocheton / Omanush / Mitther Agrashon / Dhruboshor


রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে
মা তার কাঁদে ছেলেটি মরে গেছে
রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে
মা তার কাঁদে ছেলেটি মরে গেছে
হায়রে, হায়, বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ

সারাদিনে ছোটাছুটি কিশোর-কিশোরী
দাড়িয়াবান্ধা, বউচি, ডাংগুলি
কানামাছি ভোঁ-ভোঁ, যারে পাবি তারে ছোঁ
হইচই সারাদিন আর আনন্দে
সুলতানা বিবিয়ানা, সাহেব বাবু বৈঠকখানা
সুলতানা বিবিয়ানা, সাহেব বাবু বৈঠকখানা
ধানক্ষেত মাড়িয়ে পাটক্ষেত ছাড়িয়ে
মেঠোপথে কাশবন দূরে যায় হারিয়ে
নদীমাতা বাংলার পলি জমা চাদরে
হইচই সারাদিন আর আনন্দে
সুলতানা বিবিয়ানা, সাহেব বাবু বৈঠকখানা
সুলতানা বিবিয়ানা, সাহেব বাবু বৈঠকখানা

ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এ হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে

মন কেন মানে না? (মানে না, মানে না)
নিঝুম আঁধার কাটে না (কাটে না, কাটে না)
প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
এত নিষ্ঠুর কেন হলে?
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
এত নিষ্ঠুর কেন হলে?

জানালার বাহিরে দেখি কত রঙ কত উৎসব
পর্দার আড়ালে থেকে দেখি আমি সব
আসতেও চাইনা আমি বাহিরে মাঝে সবার
নিজেকেও ভাবিনা আমি তোমাদেরই আরেকজন
একদিন হবে মোদেরই জয়
থাকবে না আর মনে কারো কোন সংশয়
সেইদিন হবে পৃথিবী যে আলো ঝরা হসি গানে ভরা
হে সমাজ, আমি চাইনা তোমার আশ্রয়
হে সমাজ, আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই তোমার স্বকীয়তা
আমি থাকব সবার ভিতর
হে সমাজ, আজ নেই যে মনে সংশয়

নীল আকাশের নিচে পাখির কলতানে
সবুজ ঘাসে হাঁটছি গীটারটা নিয়ে
মাথার ভেতর নতুন একটা সুর ঘুরে
হঠাৎ করে আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
ফুলের সুবাস বাতাসে ভেসে আসে
এত সুখের মাঝেও কেন চোখে পানি আসে?
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনই
জীবনের শেষ ঘড়িটা বাজতে এখনও বাকি
আমার যেন মৃত্যু হয় সূর্য উঠার আগে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাই না এই সূর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সূর্য উঠার আগে

বৃষ্টি ভেজা পথে ঢলে পড়ে
সোডিয়ামের সোনার আলো
আমার করতলে তোমার হাত
মনে কি পড়ে সেই রাতগুলো
সেই পথে আছে আজও সেই বাতি
এখনো বৃষ্টি হয়
শুধু তুমি নেই আজ আমার পাশে
এই কথা তোমার নয়
সব পাখি নীড়ে ফেরে
সব নদীর মেশে সাগরে
ঠিকানাবিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে...

আজও আমি ফিরে আসি কীসের টানে
সব কিছু মনে রাখি কী কারণে
কত কথা, কত ব্যথা, আমার মনে
জল হয়ে ঝরে পড়ে আমার গানে

যা দেখো, যা দেখো না
ভাঙে যত অনুভুতি চেনা-অচেনা
তোমার অনাগত সম্ভাবনায়
জমে ঘুণ পোকার আর্তনাদ
তোমার নীল আকাশ শূন্য চোখে চেয়ে থাকে
অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয় মিথ্যের ছায়াকে
সম্মোহিত সময়ে
তোমার জানালায় নীল আকাশ
আঁধারে নয় আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময়
শূন্যতার ভিড়ে হারিয়েছে স্তব্ধ সময়
স্বপ্নময়, ঘুমে নয় শব্দগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয় স্তব্ধ সময়

স্পর্শ নয়, মৌনতা নয়, পাশাপাশি থাকা
মাটির গভীরে মাটি আর জলের গভীরে জল
কাব্য নয়, রাত জাগা নয়
পাশাপাশি থাকা
রোদের ভেতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ
রোদের ভেতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ
রোদের ভেতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ
রোদের ভেতর রোদ, ক্রোধের ভেতরে...

বিনিদ্র প্রহর আমি হতাশায়
যাচ্ছি একা কোন অজানায়
পেছনে ফেলে সব
স্মৃতিগুলো আমি অজানায়
চারিদিক শব্দহীন অনন্ত অসীম
উজ্জ্বল আঁধারের মাঝে কায়াহীন

তোমার নিশ্বাসে কীসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা
তোমার নিশ্বাসে কীসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা
সব, সব, সব
সব আঁধার শেষে বিষন্ন চাঁদের আলো
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে
মুমূর্ষু মানবতা

ছায়াকে বিভক্ত হতে দেখেছি
রোদের অভাবে ছায়ার ভেতরে
তারও আগে ধ্রুবস্বরে ভেসে যায় অপরাপর
হিমঘর থেকে বলি
আমার কোনো পৃথক অস্তিত্ব নেই
তারও আগে ধ্রুবস্বরে ভেসে যায় অপরাপর
হিমঘর থেকে বলি
আমার কোনো পৃথক অস্তিত্ব নেই

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists