Azwaad - Adhar lyrics
Artist:
Azwaad
album: Bhul Ronger Phul
তুলোর বালিশ, ইটের পাহাড়
মশারী জ্বলছে অনল, অনিবার
যে রঙে পৃথিবী রঙ্গিন
রাঙ্গিয়ে দাও আমায় সে রঙে
মুছে দাও আকাশের নীল
নদীর ঢেউ থেমে যাও
বাতাসে বাঁশি সুর হারালেও
প্রসারিত ভালোবাসা
যা দেখি, প্রাণ জুড়ে
দুঃখ সয়ে, তোমায় ছুঁয়ে
যা দেখি চোখ ভরে
হারায় বারেবারে আঁধারে
পর্দার আড়ালে দাঁড়িয়ে
সবই আঁধার, সবই কালো
নিভে যাও রাত্রির চাঁদ
সকল তারা ঝরে যাও
সূর্যের আলো নিভে গেলেও
প্রসারিত ভালোবাসা
Поcмотреть все песни артиста
Other albums by the artist