Azam Khan - Hay Prem lyrics
Artist:
Azam Khan
album: Hay Prem
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
নীরবে দু'চোখে দুঃখ ঝরে
কষ্ট ঝরে, আমি সুখে নাই
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
♪
দুঃখ আমার চিরসাথী
সুখ যে আমার অচিন পাখি
হায়, দুঃখ আমার চিরসাথী
সুখ যে আমার অচিন পাখি
বলো কিসের আশায়
জড়ালে তুমি জীবনে আমার
আমি সুখে নাই
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
♪
অভিশাপে পুড়ে গেছি
অপরাধী বলো না তুমি
হায়, অভিশাপে পুড়ে গেছি
অপরাধী বলো না তুমি
জানি না কেন যে
পারিনি তোমায় রাখতে ধরে
আমি সুখে নাই
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
নীরবে দু'চোখে দুঃখ ঝরে
কষ্ট ঝরে, আমি সুখে নাই
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
হায়, প্রেম জ্বালা দেয়
Поcмотреть все песни артиста
Other albums by the artist