Sarah Billah - Jal Dupur lyrics
Artist:
Sarah Billah
album: Momer Alo
টুপটাপ জল দুপুরে ভেজা বারান্দায়
জল নূপুরে চুপচাপ মনে ভেসে যায়
চেনা শহর ছেড়ে যায়
চেনা শহর ছেড়ে যায়
♪
জল দুপুরে জলের ছন্দে
উড়ে এসে বৃষ্টি হয়ে
সাবধানী শরীর ছাড়িয়ে
কী যেন কী জুড়ে যায়
♪
মলিন শেষ ঝাপটায়
সাবধানী শরীর ছাড়িয়ে
টুপটাপ জল দুপুরে
কী যেন কী খুঁজে যায়
চুপচাপ মনে ভেসে যায়
চেনা শহর ছেড়ে যায়
চেনা শহর ছেড়ে যায়
টুপটাপ জল দুপুরে ভেজা বারান্দায়
জল নূপুরে চুপচাপ মনে ভেসে যায়
চেনা শহর ছেড়ে যায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist