Kishore Kumar Hits

Khiyo - Sharee Bondona lyrics

Artist: Khiyo

album: Bondona


লাল আঁচলে যাবি ঘুরে এ ঘর থেকে ও ঘর
সময় তখন ছোট্টো মেয়ে, শাড়ির হয়নি বছর
এক প্যাঁচা থেকে কুঁচি শাড়ি, শত শতাব্দী পাড়ি
কত রঙে শাড়ি পিন্ধন, কন্যা মনোহারী

কুঁচিতে নাম লেখা, আঁচলে পরিচয়
কিচ্ছা তুমি বলো শাড়ি, যারে যেমন হয়
কুঁচিতে নাম লেখা, আঁচলে পরিচয়
কিচ্ছা তুমি বলো শাড়ি, যারে যেমন হয়

১২ হাতের ১৩ কাহন, গাই শাড়ির গুণগান
ধর্ম গেল শাড়ির ভাঁজে, উল্টা মুখের জবান
"বন্ধ করো বেপর্দা এ শাড়ির বিস্তার"
শুনে চিন্তে ঠায় অবাক আবহমান বাংলার সংসার
জমিনে গল্পগাথা, আঁচলে পরিচয়
কিচ্ছা তুমি বলো শাড়ি, যারে যেমন হয়
জমিনে গল্পগাথা, আঁচলে পরিচয়
কিচ্ছা তুমি বলো শাড়ি, যারে যেমন হয়

আঁচলগিঁটে পয়সা বাঁধা, সাত রাজার ধন
মায়ের গন্ধ শাড়ির ভাঁজে, দোয়ার মতো আপন
পুরান শাড়ি, নরম শাড়ি, কাঁথার মধ্যে বাস
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে মায়ার নির্যাস
বুননে প্রাণ নকশা, আঁচলে পরিচয়
কিচ্ছা তুমি বলো শাড়ি, যারে যেমন হয়
বুননে প্রাণ নকশা, আঁচলে পরিচয়
কিচ্ছা তুমি বলো শাড়ি, যারে যেমন হয়
লাল আঁচলে যাবি ঘুরে এ ঘর থেকে ও ঘর
সময় তখন ছোট্টো মেয়ে, শাড়ির হয়নি বছর
এক প্যাঁচা থেকে কুঁচি শাড়ি, শত শতাব্দী পাড়ি
কত রঙে শাড়ি পিন্ধন, কন্যা মনোহারী
কুঁচিতে নাম লেখা, আঁচলে পরিচয়
কিচ্ছা তুমি বলো শাড়ি, যারে যেমন হয়
কুঁচিতে নাম লেখা, আঁচলে পরিচয়
কিচ্ছা তুমি বলো শাড়ি, যারে যেমন হয়
কিচ্ছা তুমি বলো শাড়ি
কিচ্ছা তুমি বলো শাড়ি
কিচ্ছা তুমি বলো শাড়ি, যারে যেমন হয়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists