নুড়ির স্বপ্ন, ধুলির চিহ্ন, মাটি কাদায় নুড়ির স্বপ্ন, ধুলির চিহ্ন, মাটি কাদায় জঙলা মন ভ্রমন মোহে ঘুরে বেড়ায় আমার এই রাস্তা মিলবে কি আর সেই রাস্তায়? আমার এই রাস্তা মিলবে কি আর সেই রাস্তায়? ♪ অবন বাউল ছবি লেখেন কবে কোথায়? তীরে ক্লান্তি মিশে থাকে সন্ধ্যা হাওয়ায় পথের খোঁজ মিলে কি আর পথের ছায়ায়? ও, এই রাস্তা মিলবে কি আর সেই রাস্তায়? ♪ কোথায় বাড়ি, বাড়ি কোথায়, কোথা তোমার বাস? বাসার খোঁজ নাই রে বাড়ির নিত্য ১২ মাস কোথায় বাড়ি, বাড়ি কোথায়, কোথা তোমার বাস? বাসার খোঁজ নাই রে বাড়ির নিত্য ১২ মাস আমার ছায়া গেল, কালো যে যায় মিথ্যে মায়ায় ছায়ার দেখা পায় না কায়া এই দুনিয়ায় বুঝি এই রাস্তা মিলবে না আর সেই রাস্তায় বুঝি এই রাস্তা মিলবে না আর সেই রাস্তায় বুঝি এই রাস্তা মিলবে না আর-