রাত বেড়ে যায় বেড়ে যায় আঁধার ফেলে আসা দিন সঙ্গী হয় আমার কেউ পাশে নেই কিছু নেই নিশ্চুপ চারিধার কেউ নেই আমার রাত বেড়ে যায় রাত বেড়ে যায় বেড়ে যায় আঁধার ফেলে আসা দিন সঙ্গী হয় আমার কেউ পাশে নেই কিছু নেই নিশ্চুপ চারিধার কেউ নেই আমার এই রাত যদি কভু আর শেষ না হয় স্মৃতি যদি এভাবে আঁধারেই পড়ে রয় তবে কি আমায় কেউ ডাকবে না? ভীড়ে রবে শুধুই এই অন্ধকার চাঁদ জেগে রয় চাঁদে এই নয়ন মন অসহায় কেউ নেই আপন কোন আশা নেই নেই স্বপন অভিমানী বুকের দহন এই রাত যদি কভু আর শেষ না হয় স্মৃতি যদি এভাবে আঁধারেই পড়ে রয় তবে কি আমায় কেউ ডাকবে না? ভীড়ে রবে শুধুই এ অন্ধকার রাত বেড়ে যায় বেড়ে যায় আঁধার ফেলে আসা দিন সঙ্গী হয় আমার কেউ পাশে নেই কিছু নেই নিশ্চুপ চারিধার কেউ নেই আমার এই রাত যদি কভু আর শেষ না হয় স্মৃতি যদি এভাবে আঁধারেই পড়ে রয় তবে কি আমায় কেউ ডাকবে না? ভীড়ে রবে শুধু এই অন্ধকার