তুমি আগুন নিয়ে খেলো না হে বন্ধু আমার নিভে যাওয়া দীপ জ্বেলো না নতুন করে আবার সে আগুনে পুড়বে নিজেই পতঙ্গেরই মতো পুড়িয়ে পুড়িয়ে বুকে যেমন বাড়িয়েছিলে ক্ষত তুমি আগুন নিয়ে খেলো না হে বন্ধু আমার নিভে যাওয়া দীপ জ্বেলো না নতুন করে আবার ♪ পুড়ে যাওয়া বুকে আজও চিহ্ন রয়ে গেছে তোমার দেয়া অগ্নিতাপের দহন মনে আছে সে আগুনে পুড়বে নিজেই পতঙ্গেরই মতো পুড়িয়ে পুড়িয়ে বুকে যেমন বাড়িয়েছিলে ক্ষত তুমি আগুন নিয়ে খেলো না হে বন্ধু আমার নিভে যাওয়া দীপ জ্বেলো না নতুন করে আবার ♪ নতুন করে কীসের আগুন জ্বালবে তুমি আজ আবার? আমার আছে অশ্রুনদী সেই আগুন নেভাবার সেই আগুনে পুড়েই নিজেই পতঙ্গেরই মতো পুড়িয়ে পুড়িয়ে বুকে যেমন বাড়িয়েছিলে ক্ষত তুমি আগুন নিয়ে খেলো না হে বন্ধু আমার নিভে যাওয়া দীপ জ্বেলো না নতুন করে আবার