নয় নয় ভয়, দ্বিধা-সংশয়
ত্রস্ত হৃদয় হলো দুর্জয়
বুকে প্রত্যয়, জয় হোক, জয়
ঘোষণা রটেছে সারা পাড়াময়
♪
নয় নয় ভয়, দ্বিধা-সংশয়
ত্রস্ত হৃদয় হলো দুর্জয়
বুকে প্রত্যয়, জয় হোক, জয়
ঘোষণা রটেছে সারা পাড়াময়
ভেঙেছে আগল, মুক্তিপাগল
শূন্যের চোখে সূর্য উদয়
নয়নে অনল, নেই আর জল
মরণের ভয় পিছে পড়ে রয়
♪
ভাঙে মেঘদল শোকেতে অতল
প্রাণে জাগে বজ্রের কোলাহল
বুকে মনোবল পায়ে শৃঙ্খল
বিস্ফোরিত প্রতি পদতল
♪
ওই ডাকে ভোর, খোলো খোলো দোর
বাহিরে আলোর সারথিরা সর
ওই ডাকে ভোর, খোলো খোলো দোর
বাহিরে আলোর সারথিরা সর
ডাকে আয় আয়, বেলা যায় যায়
চারিদিকে জীবনের উৎসব
ডাকে আয় আয়, বেলা যায় যায়
চারিদিকে জীবনের উৎসব
♪
নয় নয় ভয়, দ্বিধা-সংশয়
ত্রস্ত হৃদয় হলো দুর্জয়
নয় নয় ভয়, দ্বিধা-সংশয়
নয় নয় ভয়, দ্বিধা-সংশয়
নয় নয় ভয়, দ্বিধা-সংশয়
চল, চল, চল
নয়, নয়, নয়
Поcмотреть все песни артиста
Other albums by the artist