দাঁড়িয়ে থেকে থেকে শেষে যখন ফিরে আসছি আবার আহত এই মন জুড়ে হাহাকার দাঁড়িয়ে থেকে থেকে শেষে যখন ফিরে আসছি আবার আহত এই মন জুড়ে হাহাকার তুমি দাঁড়ালে পথের বাঁকে নিয়ে পুরোনো অধিকার চেনা সেই ডাকে আবারও ফিরে আসি বারেবার সমুখে হাত বাড়াতেই দেখি তুমি নেই সেদিনের মতো পাশে আজও আমারই সমুখে হাত বাড়াতেই দেখি তুমি নেই সেদিনের মতো পাশে আজও আমারই ♪ এভাবে কাছে পেয়েও হারানোর মাঝে কী যে সুখ ঝাপসা হয়ে আসে তাই ধোঁয়া ধোঁয়া প্রিয় মুখ ভাবতেই উঠে মরুঝড়, ভেঙে যায় যেন এই বুক তুমি দাঁড়ালে পথের বাঁকে নিয়ে পুরোনো অধিকার চেনা সেই ডাকে আবারও ফিরে আসি বারেবার সমুখে হাত বাড়াতেই দেখি তুমি নেই সেদিনের মত পাশে আজও আমারই সম্মুখে হাত বাড়াতেই দেখি তুমি নেই সেদিনের মত পাশে আজও আমারই ♪ তুমি মরীচিকা, তাই কাছে পেয়েও হারাই তুমি মরীচিকা, তাই কাছে পেয়েও হারাই তোমার প্রবঞ্চনায় পেলাম ঠাঁই ♪ ফিরিয়ে দেবে যদি হায় স্মৃতিগুলো ফিরিয়ে দাও শরতের আকাশের মত প্রতিক্ষণে রং বদলাও মন ভাঙা-গড়ার এই খেলা খেলে শেষে ছায়া হয়ে যাও তুমি দাঁড়ালে পথের বাঁকে নিয়ে পুরোনো অধিকার চেনা সেই ডাকে আবারও ফিরে আসি বারেবার সমুখে হাত বাড়াতেই দেখি তুমি নেই সেদিনের মত পাশে আজও আমারই সমুখে হাত বাড়াতেই দেখি তুমি নেই সেদিনের মত পাশে আজও আমারই দাঁড়িয়ে থেকে থেকে শেষে যখন ফিরে আসছি আবার আহত এই মন জুড়ে হাহাকার তুমি দাঁড়ালে পথের বাঁকে নিয়ে পুরোনো অধিকার চেনা সেই ডাকে আবারও ফিরে আসি বারেবার সমুখে হাত বাড়াতেই দেখি তুমি নেই সেদিনের মত পাশে আজও আমারই সমুখে হাত বাড়াতেই দেখি তুমি নেই সেদিনের মত পাশে আজও আমারই