মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে, জানবে না কেহ মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে, জানবে না কেহ ♪ ভেতরেতে থাকলে কালো উপরে জল যতই ঢালো হাজার লোকে বলবে ভালো সব সাধনাই বৃথা হলো নিজের মনকে চিনবে যখন আত্মশুদ্ধি হবে তখন ঘুড়ি, সুতো, নাটাই যেমন একটানেতে যখন তখন মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে, জানবে না কেহ মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে, জানবে না কেহ ♪ মনের আগুন মনেই রবে চোখের জলে তা কি নেভে? ভবের মেলা সাঙ্গ হলে যা ছিল ঠিক তাই তো হবে অচিন পাখি উড়ে যাবে চিনবে না সে এই দেহ মাটির খাঁচা রইবে পড়ে এই মাটিরই অন্ধকারে মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে, জানবে না কেহ মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে, জানবে না কেহ মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে, জানবে না কেহ মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে, জানবে না কেহ ♪ মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ