জয়ন্ত নামের যাকে আমি চিনি জয়ের বদলে পরাজিত একজন সারাটি মন জুড়ে দুখের খেলা গভীর রাত্রিতে শূন্য এক মন অনন্ত সময় কাটে দুঃসময়ে তবুও যেন সে ভালোই থাকে কুয়াশা প্রহর, সোনালী রোদে অজানা কারণে সে ভালোই থাকে অনন্ত সময় কাটে দুঃসময়ে তবুও যেন সে ভালোই থাকে কুয়াশা প্রহর, সোনালী রোদে অজানা কারণে সে ভালোই থাকে ♪ কখনো বসে সে কোথাও আনমনে অতীতের কী যেন ভাবে গোপনে অনাগত নয়, বিগত হিসেবে কত যে তার না পাওয়া জমে আছে অনন্ত সময় কাটে দুঃসময়ে তবুও যেন সে ভালোই থাকে কুয়াশা প্রহর, সোনালী রোদে অজানা কারণে সে ভালোই থাকে ♪ লুকানো স্বপ্ন লুকিয়ে দেখে হয়তো চাওয়ার কিছু বাকি আছে জয়ন্ত এখনো একাকী পোড়ে কেউ জানে না কিসেরই আশাতে অনন্ত সময় কাটে দুঃসময়ে তবুও যেন সে ভালোই থাকে কুয়াশা প্রহর, সোনালী রোদে অজানা কারণে সে ভালোই থাকে জয়ন্ত নামের যাকে আমি চিনি জয়ের বদলে পরাজিত একজন সারাটি মন জুড়ে দুখের খেলা গভীর রাত্রিতে শূন্য এক মন অনন্ত সময় কাটে দুঃসময়ে তবুও যেন সে ভালোই থাকে কুয়াশা প্রহর, সোনালী রোদে অজানা কারণে সে ভালোই থাকে অনন্ত সময় কাটে দুঃসময়ে তবুও যেন সে ভালোই থাকে কুয়াশা প্রহর, সোনালী রোদে অজানা কারণে সে ভালোই থাকে ♪ জয়ন্ত নামের যাকে আমি চিনি জয়ন্ত নামের যাকে আমি চিনি