কাকরাইল পার হয়ে শান্তিনগরের চৌরাস্তা থেকে প্রথম বাঁয়ে এসে গেছি আমি বেইলী রোডে বেইলী রোডে কাকরাইল পার হয়ে শান্তিনগরের চৌরাস্তা থেকে প্রথম বাঁয়ে এসে গেছি আমি বেইলী রোডে বেইলী রোডে ঢুকলেই চোখে পড়ে girl's school দোকানে সাজানো আছে বিক্রির ফুল মিস্টার বার্গার সিঁড়িতে আড্ডা মারুফ, রবি আর সুজয় ওরা মামার পিয়াজু জুড়ে প্রচণ্ড ভিড় সস্তা খাবারেই স্বপ্নের নীড় তাঁতের শাড়ির বুঝি শেষ নেই দেশে দুইতলা-তিনতলা শাড়ির দোকানে, আহ ♪ সুইস প্লাস-এ একটু ঢুঁ মেরে দেখি Competition চলে, কে সুন্দরি বেশি সাগর পাবলিশার্স-এ অনেকেই ঢোকে কেউ কেউ অকারণে ঘোরাঘুরি করে মনে হয় সর্বদা উৎসব চলে শান্তি নিকেতনি bag কারো কাঁধে Art-culture সব যেন এইখানে নাটক দলের সব কর্মীর ভিড়ে আসলে ওরা সবাই broad minded Dating এর অপেক্ষায় life or dead ইউরো হাটের কেনা chicken fry Tinted lancer-এ বসে চলো খাই ♪ কাকরাইল পার হয়ে শান্তিনগরের চৌরাস্তা থেকে প্রথম বাঁয়ে এসে গেছি আমি বেইলী রোডে বেইলী রোডে বেইলী রোডে বেইলী রোডে বেইলী রোডে বেইলী রোডে বেইলী রোডে বেইলী রোডে বেইলী রোডে রোডে, রোডে, রোডে