ও খেয়ালী মেয়ে গো কোন খেয়ালে হারালে বলোনা কোথায় কোন ঠিকানায় কি ছিলো জানি না তো অভিমান কোন নীল বেদনায় তোমাকে আজ বারেবারে খুব বেশি মনে পড়ে ভুলিনি তোমায় যত ব্যাথাই দাও না কেনো তবু তুমি আছো যেন আমারই হৃদয়ে অভিমানী মেয়ে গো মন দেয়াতে নেয়াতে বলোনা আমার ভুল ছিলো কি দূর থেকে বহু দূরে হারালে একবারও না তুমি দাড়ালে তোমাকে আজ বারেবারে খুব বেশি মনে পড়ে ভুলিনি তোমায় যত ব্যাথাই দাও না কেনো তবু তুমি আছো যেন আমারই হৃদয়ে অন্তবিহীন পথ আমি ভাঙবো যে একা কোনোদিন ভাবিনি তো এভাবে সবই মেলেছি সবই দেখেছি তোমাকে আজ বারেবারে খুব বেশি মনে পড়ে ভুলিনি তোমায় যত ব্যাথাই দাও না কেনো তবু তুমি আছো যেন আমারই হৃদয়ে বলোনা আমার ভুল ছিলো কি দূর থেকে বহু দূরে হারালে একবারও না তুমি দাড়ালে তোমাকে আজ বারেবারে খুব বেশি মনে পড়ে ভুলিনি তোমায় যত ব্যাথাই দাও না কেনো তবু তুমি আছো যেন আমারই হৃদয়ে