এক গল্প বলি দুটি হৃদয়ের গল্প সে তো রূপ কথা নয় এক দারুন ঝড়ে নিবিড় বাধন হায় অকারন কেন ভেঙে যায় কি করে হাসি রূপান্তরিত শুধু কান্নায় ভুলে গেছি সব তবুও বিষাদ কিছু থেকে যায় কে বলে বরষা আসে শুধু শ্রাবন মাসে আমার দুচোখে বসবাস যে তার বারটি মাসে কে বলে বরষা আসে শুধু শ্রাবন মাসে আমার দুচোখে বসবাস যে তার বারটি মাসে সাধারন জীবনে ছিলো সপ্ন অপার সে সপ্ন বৃষ্টি হলো দুচোখে আমার যে মানুষ ভালোবেসেছে শুধু সে যানে না পাওয়ার যন্ত্রনাই ঝড় বয়ে আনে কি করে হাসি রূপান্তরিত শুধু কান্নায় ভুলে গেছি সব তবুও বিষাদ কিছু থকে যায় কে বলে বরষা আসে শুধু শ্রাবন মাসে আমার দু চোখে বসবাস যে তার বারটি মাসে কে বলে বরষা আসে শুধু শ্রাবন মাসে আমার দুচোখে বসবাস যে তার বারটি মাসে এক গল্প বলি দুটি হৃদয়ের গল্প সে তো রূপ কথা নয় এক দারুণ ঝড়ে নিবিড় বাধন হায় অকারন কেন ভেঙে যায় কি করে হাসি রূপান্তরিত শুধু কান্নায় ভুলে গেছি সব তবুও বিষাদ কিছু থেকে যায় কে বলে বরষা আসে শুধু শ্রাবন মাসে আমার দু চোখে বসবাস যে তার বারটি মাসে কে বলে বরষা আসে শুধু শ্রাবন মাসে আমার দু চোখে বসবাস যে তার বারটি মাসে