Kishore Kumar Hits

Mechanix - Mlanchitro lyrics

Artist: Mechanix

album: Mlanchitro


(আমার আহবান রেখে যাই পুরনো গান)

দেখেছি শুধু পচন ধরা সমাজের চিত্র
মনুষ্যত্বের হারানো গল্পে ছেয়ে গেছে মানচিত্র
জীবন এখন অনেক মেকি মিথ্যের কাব্যে
হতাশার চাপা মিছিলে ক্রোধের দাবানলে

ভয়ের শহরে আমরা সবাই মুখোশের আড়ালে
বেঁচে থাকার আশা খুঁজি অন্যের জীবনে
হারিয়ে গেছে তোমার সম্ভ্রম হারিয়ে গেছে কোন মা
ক্ষমতায় থাকতে হবে তাই কুপিয়ে ভালবাসা
ধর্ম শুধুই ব্যবসা
হতে চাই আমি leader
শান্তি খোঁজে পথ যুদ্ধের chorus-এ
হতে চাই আমি leader
কোন পথে আমরা ছুটেছি
মানবতার দেয়াল ভেঙে
স্বাধীনতার রঙিন খোলস
এখন ভাসছে দেখ এ ম্লানচিত্রে
দেখেছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি
আমার চিৎকার শুনতে কি পাও এ গানে?
তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে
হয়ে রব ম্লানচিত্রের কৃতদাস?

মানুষ এখন পন্য যান্ত্রিক কোলাহলে
ভালবাসা সে তো রঙিন দৃষ্টির restaurant
বোকা বাক্সে বন্দী জীবন like আর status-এ
Casino তে উড়ছে টাকা সাধারণ জনগণের

গণতন্ত্র এখন শুধু Facebook এর status-এ
বাকস্বাধীনতার পরোয়া করি না ক্ষমতার দাপটে
আর কত রক্তে তুমি কিনবে স্বাধীনতা
নেশা আর টাকার লোভে আসুক পরাধীনতা
ধর্ম শুধুই ব্যবসা
হতে চাই আমি leader
শান্তি খোঁজে পথ যুদ্ধের chorus-এ
হতে চাই আমি leader
কোন পথে আমরা ছুটেছি
মানবতার দেয়াল ভেঙে
স্বাধীনতার রঙিন খোলস
এখন ভাসছে দেখ এ ম্লানচিত্রে
দেখেছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি
আমার চিৎকার শুনতে কি পাও এ গানে?
তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে
হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস?
দেখেছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি
আমার চিৎকার শুনতে কি পাও এ গানে?
তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে
হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists