ছায়াবদ্ধ ঘরে আজ আমার এই বসবাস ভীত মৌনতায় ঢাকা এই অস্তিত্ব নিঃশ্বাস এই শ্বাসরুদ্ধকর নিঃশ্বাস, ভয়ানক স্থির স্থির রোদের আলোয় সুর তুলে শ্লোগান দেয় অঙ্গে অঙ্গে, শিরায়, হৃদপিন্ডে ♪ আঁধারের কালিমায় শোকাহত আমার এই পৃথিবী আমার চিহ্ন সব হয়ে যায় স্মৃতি নির্বাক বিবেককে করেছে গ্রাস অস্থির নেশায় রুদ্ধ বিরুদ্ধ সব হয়ে থাকে আমার এই জগতে ♪ চারিদিকে উঠেছে কোলাহল রক্তে আনো লোহিত সাগর উদ্ধত প্রাণের বেগে আমার দেশ এসেছে দৃঢ়তার নির্দেশ ♪ আজ দেহে আমার সৈনিকের পোশাক কণ্ঠে একটি সুরের কঠোর স্বর আমি যেতে চাই যেখানে, সেখানে পীড়ন ঝলসে ওঠে আমার অসির কিরণ ♪ এই সমাজের মানুষ আমি বৃথা স্বপ্নের খোঁজে ছুটে যাই পাই না সেই স্বর্গালোকের পথছায়া রক্তের পিপাসায় কামানের গোলায় সব, সব মেতে ওঠে ♪ এই সমাজের মানুষ আমি বৃথা স্বপ্নের খোঁজে ছুটে যাই পাই না সেই স্বর্গালোকের পথছায়া রক্তের পিপাসায় কামানের গোলায় সব, সব মেতে ওঠে ♪ চারিদিকে উঠেছে কোলাহল রক্তে আনো লোহিত সাগর উদ্ধত প্রাণের বেগে আমার দেশ এসেছে দৃঢ়তার নির্দেশ ♪ আজ দেহে আমার সৈনিকের পোশাক কণ্ঠে একটি সুরের কঠোর স্বর আমি যেতে চাই যেখানে, সেখানে পীড়ন ঝলসে ওঠে আমার অসির কিরণ আজ দেহে আমার সৈনিকের পোশাক কণ্ঠে একটি সুরের কঠোর স্বর আমি যেতে চাই যেখানে, সেখানে পীড়ন ঝলসে ওঠে আমার অসির কিরণ