Powersurge - Han'Gor lyrics
Artist:
Powersurge
album: Auprostut Juddho
ঝাপসা গোধুলির মৃত শিহরণ
এগিয়ে যায় হায়েনার বিভ্রান্ত বিয়োগ
হাঙরের গায়ে জীবনের প্রতিচ্ছবি
বেঁচে থাকি অসহায়
বেঁচে থাকি অবশ চোখে
নির্ঘুম প্রেতের দংশনে!
হাঙরের প্রতিচ্ছবি
মাঝরাতের দেয়াল আর অবয়বের রেখা
মৃত রোদ জেগে থাকে মৃত জানালার গায়ে
প্রতিনিয়ত দেখি হাঙরের অবচেতন অনুভব
রক্ত পিপাসু জীবনে রক্তাক্ত বিবেক
হাঙরের স্বভাবজাত সভ্যতা নিজের ছায়ায়
হাঙরের প্রতিচ্ছবি
মাঝরাতের দেয়াল আর অবয়বের রেখা
মৃত রোদ জেগে থাকে মৃত জানালার গায়ে
প্রতিনিয়ত দেখি হাঙরের অবচেতন অনুভব
রক্ত পিপাসু জীবনে রক্তাক্ত বিবেক
হাঙরের স্বভাবজাত সভ্যতা নিজের ছায়ায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist