সম্মোহনের এই অগ্নিস্নানে ক্ষুধার কান্না ঢাকা কঠিন পাথরে দাসত্বের ছদ্মবেশ, প্রশ্ন করি সেই কথা ঘোষণা করো অবিরাম রক্তের বন্যা ♪ তোমার আকাশে ফ্যাকাশে নক্ষত্র বিস্ফোরণে কেঁপে ওঠে আগ্নেয় পাহাড় ফুটন্ত লাভার উত্তাপের জ্বালায় আমি ভিসুভিয়াসের সহোদর স্বাধীনতার রণতূর্য জেগে ওঠে হাজার বছরের গদিতে ক্ষিপ্ত জনতা ইতিহাসের পাতায় কেবল মিথ্যা চেয়েছিলো জ্বালিয়ে অগ্নিকুণ্ড অগ্নিস্নান মশালের শিখায় হবে তাদের আগমন ♪ লোহার দরজায় পড়ে কড়া আঘাত উত্তপ্ত মাটিতে ঝরে শোণিত প্রপাত, অসংখ্য স্পন্দনে সীমান্তের প্রহরী আমি, ছুঁড়ে দিয়েছি তাদের দুর্ভিক্ষের স্পন্দনে স্বাধীনতার রণতূর্য জেগে ওঠে হাজার বছরের গদিতে ক্ষিপ্ত জনতা ইতিহাসের পাতায় কেবল মিথ্যা চেয়েছিলো জ্বালিয়ে অগ্নিকুণ্ড অগ্নিস্নান মশালের শিখায় হবে তাদের আগমন