আঁধার রাতে ল্যাম্পপোস্টের আলোতে থমকে দাঁড়িয়ে
ফুটপাতের ধারে শুয়ে থাকা অনাথের মুখে চেয়ে থেকে
কোনো কোনোদিন বিকেলে
অলস সময়ে হাত দু'টি মেলে
আকাশের কাছে আরেকটি কোকিল উড়ে এসে
তোমার হাতের তালুতে পেতো ঠাঁই
অজস্র কোকিলের সুচারু নকশায়
♪
আজ নিস্তব্ধ রাতের আঁধারে
জনহীন এক প্রান্তরের লক্ষ্যে
নক্ষত্রহীন আকাশ পানে
কিসের অপেক্ষায় তাকিয়ে রয়?
♪
নিস্তব্ধ হাওয়ায় দোলে
কান পেতে শোনে
প্রত্যেক ইটের নিচে লেখা বহু গোপন কাহিনী
উদ্ধত প্রাচীন সেই বনিয়াদী প্রাসাদের দেহে
কোনো কোনোদিন বিকেলে
অলস সময়ে হাত দু'টি মেলে
আকাশের কাছে আরেকটি কোকিল উড়ে এসে
তোমার হাতের তালুতে পেতো ঠাঁই
অজস্র কোকিলের সুচারু নকশায়
আজ নিস্তব্ধ রাতের আঁধারে
জনহীন এক প্রান্তরের লক্ষ্যে
নক্ষত্রহীন আকাশ পানে
কিসের অপেক্ষায় তাকিয়ে রয়?
আজ নিস্তব্ধ রাতের আঁধারে
জনহীন এক প্রান্তরের লক্ষ্যে
নক্ষত্রহীন আকাশ পানে
কিসের অপেক্ষায় তাকিয়ে রয়?
Поcмотреть все песни артиста
Other albums by the artist