অস্থির এ সময় ঘিরে নষ্ট এক সত্তা দিয়ে এই কবিতার ভালবাসা মিশে যাচ্ছে কুয়োর জলে আসমানের আঁকাবাঁকা রঙিন এই মানচিত্র সবুজ এই খেলাঘরে আর খেলবো নাকো তোমার রঙের আড়ালে সব সুতোয় এক টুকরো গাঁথা নিবিড় এই বনের ছায়াতে খুঁজে দাও একটু আশা শক্তি দাও আমার এই শরীরে আসবো তোমাদের মাঝে আবার কষ্ট আজ তুমি হারালে ঘৃণার আগুন জ্বলবে আবার ♪ দুঃস্বপ্নে অস্থির তুমি ভয় করছে তোমায় বিলীন হারিয়ে যাওয়া সময়গুলো উড়ছে হয়ে আকাশে ঘুড়ি আসমানের আঁকাবাঁকা রঙিন এই মানচিত্র সবুজ এই খেলাঘরে আর খেলবো নাকো তোমার রঙের আড়ালে সব সুতোয় এক টুকরো গাঁথা নিবিড় এই বনের ছায়াতে খুঁজে দাও একটু আশা ♪ আসমানের আঁকাবাঁকা রঙিন এই মানচিত্র সবুজ এই খেলাঘরে আর খেলবো নাকো তোমার রঙের আড়ালে সব সুতোয় এক টুকরো গাঁথা নিবিড় এই বনের ছায়াতে খুঁজে দাও একটু আশা শক্তি দাও আমার এই শরীরে আসবো তোমাদের মাঝে আবার কষ্ট আজ তুমি হারালে ঘৃণার আগুন জ্বলবে আবার