Kishore Kumar Hits

Prachir - Bharotborsho lyrics

Artist: Prachir

album: Prachir


ইতিহাসের পাতায় লেখা আছে নাম
ভারতবর্ষ নামের সমীজয়গান
প্রলয় যদি তার ভবিতব্য হয়
সবাই দায়ী হবো
শোনো দরিদ্র দেশের হতভাগ্য নাগরিক
হও শরিক হও, তুলে নাও দায়ভার
জাগুক শিরায় শিরায় গান, সাথে থাকুন ভগবান
এই স্লোগান হোক আলো, আঁধারের শেষে
রক্তে রাঙা অন্ধ দেশে, থাকছিনা আর ছদ্মবেশে
পথ দেখলে যদি স্বর্গ মেশে, ভারতবর্ষতে
এখানে যে কষ্ট করে, কেষ্ট তারই
একা মরে অর্তাহারি
একসাথে ঠিক করতে পারি, ভারতবর্ষকে

স্বাধীনতার মানে লিখেছিলো কে?
কাগজের অশিক্ষা বিকোয়, হুজুগের ঝোঁকে
স্বার্থ শুধু মানে মানবসমাজ
পাগল আর সঠিক লোকে
চেয়ে দেখো চারিদিকে, অসময় আজ হচ্ছে ফিকে
এই ঠিক এই ভাবনা, আমার হাতিয়ার
জাগুক শিরায় শিরায় গান, সাথে থাকুন ভগবান
আর স্লোগান হোক আলো, আঁধারের শেষে
রক্তে রাঙা অন্ধ দেশে, থাকছিনা আর ছদ্মবেশে
পথ দেখলে যদি স্বর্গ মেশে, ভারতবর্ষতে
এখানে যে কষ্ট করে, কেষ্ট তারই
একা মরে অর্তাহারি
একসাথে ঠিক করতে পারি, ভারতবর্ষকে

ও ও ও
শোনো দরিদ্র দেশের হতভাগ্য নাগরিক
হও শরিক হও, তুলে নাও দায়ভার
জাগুক শিরায় শিরায় গান, সাথে থাকুন ভগবান
আর স্লোগান হোক আলো, আঁধারের শেষে
রক্তে রাঙা অন্ধ দেশে, থাকছিনা আর ছদ্মবেশে
পথ দেখলে যদি স্বর্গ মেশে, ভারতবর্ষতে
এখানে যে কষ্ট করে, কেষ্ট তারই
একা মরে অর্তাহারি
একসাথে ঠিক করতে পারি, ভারতবর্ষকে
ভারতবর্ষকে
ভারতবর্ষকে
ভারতবর্ষকে
ভারতবর্ষকে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists