ভয় হয় ভয় হয় ভয় হয় ভয় হয় কোনো অশান্ত সময়ে, এক যুদ্ধের শেষে মৃতভোজীদের জঠরে, স্বাধীনতা কেঁদে ওঠে বিষেরই জ্বালা যে,জুড়ায় ক্ষিদে, মুর্শিদাবাদ যে জ্বলে স্ফুলিঙ্গ সেদিন শহীদ হয় তাই, সিরাজেরই মস্তিষ্কে বোঝাতে চেয়েছে স্বাধীন মন্ত্র, বোঝাতে চেয়েছে রাগ দিনেরই শেষে তাই অমানবিক, অন্ধকূপ হত্যা মৃত্যুর নীল চোখে মণিতে, সিরাজ আজও হাসে তার খঞ্জরের হাতছানিতে, অন্তরাত্মা কাঁপে আতঙ্কের অগ্নিবৃষ্টিতে, অপমান ডুবে মরে মনে আসে আত্মহত্যা, প্রতি আজানের সুরে মীরেরই বিশ্বাসঘাতকতায়, পলাশীর প্রান্তর কাঁদে সেদিন বাংলার হয় সর্বনাশ, নবাব এর অন্তরালে বণিকেরই সেই মানদণ্ড, আগামী গোধূলিতে আঘাত হানলো বাংলার শিরে, রাজদণ্ড হয়ে মৃত্যুর নীল চোখে মণিতে, সিরাজ আজও হাসে তার খঞ্জরের হাতছানিতে, অন্তরাত্মা কাঁপে আতঙ্কের অগ্নিবৃষ্টিতে, অপমান ডুবে মরে মনে আসে আত্মহত্যা, প্রতি আজানের সুরে