Emon Chowdhury - Amar Pran Dhoriya Maro Tan lyrics
Artist:
Emon Chowdhury
album: Amar Pran Dhoriya Maro Tan
আমার প্রাণ ধরিয়া মারো টান
মনটা করে আনচান
আমার প্রাণ ধরিয়া মারো টান
মনটা করে আনচান
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায়
বারে বারে, বন্ধু, তোমায়
দেখতে মন চায়
বারে বারে, বন্ধু, তোমায়
দেখতে মন চায়
আমার প্রাণ ধরিয়া মারো টান
মনটা করে আনচান
আমার প্রাণ ধরিয়া মারো টান
মনটা করে আনচান
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায়
বারে বারে, বন্ধু, তোমায়
দেখতে মন চায়
বারে বারে, বন্ধু, তোমায়
দেখতে মন চায়
♪
ও, আমি তোমার ইচ্ছেঘুড়ি
যেমন ওড়াও তেমন উড়ি
স্বপ্নগুলো মুঠোয় নিয়ে
কেমন লুকোচুরি
আমি তোমার ইচ্ছেঘুড়ি
যেমন ওড়াও তেমন উড়ি
স্বপ্নগুলো মুঠোয় নিয়ে
কেমন লুকোচুরি
বন্দি করে রাখবো তোমায়
ভালোবাসার জেলখানায়
বন্দি করে রাখবো তোমায়
ভালোবাসার জেলখানায়
বারে বারে, বন্ধু, তোমায়
দেখতে মন চায়
আমার প্রাণ ধরিয়া মারো টান
মনটা করে আনচান
আমার প্রাণ ধরিয়া মারো টান
মনটা করে আনচান
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায়
বারে বারে, বন্ধু, তোমায়
দেখতে মন চায়
বারে বারে, বন্ধু, তোমায়
দেখতে মন চায়
বারে বারে, বন্ধু, তোমায়
দেখতে মন চায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist