চোখ মেলে দেখো দূরের আকাশে, অভিমানী মেঘ ভাবছে একা। কান পেতে শোনো গাছের পাতারা, মুখ লুকিয়ে কাঁদছে একা। ঘুম ভাঙা কোনো পথের বাঁকে, শেষ বিকেলের সূর্যটা ডাকে। তোমার আমার এই প্রিয় শহরে, ভালোবাসারা কোথায় হারিয়ে, ফেলে আসা সব স্মৃতির আড়ালে, গল্পগুলো আমাদের খুব চেনা। সবকটা রাত অবাক তাকিয়ে, দূরের আকাশে হয়না তাঁরা। তিন চাকার ঐ প্রহর গুলো আজ, এক হয়ে আর দেয় না সাড়া। ঘুম ভাঙা কোনো পথের বাঁকে, শেষ বিকেলের সূর্যটা ডাকে। তোমার আমার এই প্রিয় শহরে, ভালোবাসারা কোথায় হারিয়ে, ফেলে আসা সব স্মৃতির আড়ালে, গল্পগুলো আমাদের খুব চেনা। মিছে মিছে কতো স্বপ্ন বোনা, ভুলে ভুলে কতো গল্প আঁকা। তোমার আমার হাতে হাত রেখে, কতো পথ চলা। ঘুম ভাঙা কোনো পথের বাঁকে, শেষ বিকেলের সূর্যটা ডাকে। তোমার আমার এই প্রিয় শহরে, ভালোবাসারা কোথায় হারিয়ে, ফেলে আসা সব স্মৃতির আড়ালে, গল্পগুলো আমাদের খুব চেনা।